আফগানিস্তানে যাত্রীবাহী বাসের সঙ্গে একটি তেলবাহী ট্যাংকার ও একটি মোটরসাইকেলের সংঘর্ষে অন্তত ২১ জন প্রাণ হারিয়েছেন। রোববার (১৭ মার্চ) দেশটির দক্ষিণাঞ্চলীয় হেলমান্দ প্রদেশে এ দুর্ঘটনা ঘটে।
প্রাদেশিক গভর্নরের মুখপাত্র মোহাম্মদ কাসিম রিয়াজ বার্তা সংস্থা এএফপি’কে জানিয়েছেন, রোববার সকালে একটি যাত্রীবাহী বাস, একটি ট্যাংকার ও একটি মোটরসাইকেলের সংঘর্ষ হয়েছে। এতে এখন পর্যন্ত ২১ জনের মৃত্যুর খবর পেয়েছি।
এ দুর্ঘটনায় আরও ৩৮ জন আহত হয়েছেন বলে জানিয়েছে প্রাদেশিক তথ্য দপ্তর।
সংঘর্ষের পর গাড়িগুলোতে আগুন ধরে যায়। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ছবিতে আগুনে পোড়া ট্যাংকারের দুমড়ানো মোচড়ানো ধাতব কেবিন দেখা গেছে। এদিন ভোরে আফগানিস্তানের রাজধানী কাবুল ও হেলমান্দের গ্রিশক জেলার উত্তর হেরাত শহরের মধ্যবর্তী একটি প্রধান সড়কে এ দুর্ঘটনা ঘটে।
আফগানিস্তানে বাজে রাস্তাঘাট, মহাসড়কে বিপজ্জনক গাড়িচালনা এবং পর্যাপ্ত ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থার অভাবে নিয়মিত মারাত্মক দুর্ঘটনা ঘটে থাকে।
২০২২ সালের ডিসেম্বরে দেশটির সুউচ্চ সালং পাসে একটি তেলের ট্যাংকার উল্টে আগুন ধরে যায়। এতে ৩১ জন নিহত হন, আগুনে দগ্ধ হন আরও অনেকে।
টিএইচ